ঢাকার কাছাকাছি অবস্থান ও প্রাকৃতিক বৈচিত্রের জন্যে গাজীপুর জেলায় গড়ে উঠেছে অনেক গুলো রিসোর্ট।

 



ঢাকার কাছাকাছি অবস্থান ও প্রাকৃতিক বৈচিত্রের জন্যে গাজীপুর জেলায় গড়ে উঠেছে অনেক গুলো রিসোর্ট। পরিবার পরিজন নিয়ে বেড়ানো, হানিমুন, ইভেন্ট, ডে ট্যুর কিংবা কর্পোরেট পিকনিক এর জন্যে গাজীপুরের রিসোর্ট গুলো সবার কাছেই জনপ্রিয়। গাজীপুরে অভিজাত বিলাসবহুল রিসোর্ট যেমন আছে তেমনি কম খরচের অনেক রিসোর্ট আছে। আমাদের এই ফিচার গাজীপুরের জনপ্রিয় ১৫টি রিসোর্ট নিয়ে।গাজীপুরের সেরা রিসোর্ট (Best Resorts in Gazipur) নির্বাচন করা হয়েছে  রিসোর্টের মান, নিরাপত্তা, সুযোগ সুবিধা ও ভ্রমণকারীদের মতামতের ভিত্তিতে। ভ্রমণ গাইডের এই স্পেশাল রিসোর্ট গাইডে থাকছে গাজীপুর জেলার জনপ্রিয় সকল রিসোর্টের নাম, খরচ ও ভাড়ার তালিকা, বুকিং করার উপায়, যাওয়ার উপায় এবং যোগাযোগ করার তথ্য।রিসোর্টের উল্লেখিত ভাড়া গুলো রিসোর্টের অফিশিয়াল ভাড়া। এই ভাড়ার উপর বিভিন্ন উৎসব ও সিজন উপলক্ষে প্রায় সব রিসোর্ট ডিসকাউন্ট সহ প্যাকেজ অফার দিয়ে থাকে। তাই আপনার পছন্দের রিসোর্ট বুকিং করার আগে বর্তমানে তাদের ডিসকাউন্ট অফার ও প্যাকেজ গুলো সম্পর্কে জেনে নিন।সারাহ রিসোর্ট গাজীপুরের সবচেয়ে আকর্ষণীয় ও বিলাসবহুল রিসোর্ট গুলোর একটি হলো সারাহ রিসোর্ট। আধুনিক বহুতল স্থাপত্য ও সবুজ প্রকৃতিঘেরা সারাহ রিসোর্ট (Sarah Resort) পরিবার নিয়ে সময় কাটানোর জন্যে একটি আদর্শ ভ্রমণ স্থান। নান্দনিক বহুতল আবাসিক ভবন ও খোলামেলা প্রাকৃতিক পরিবেশ, বিশাল লেক, আধুনিক রেস্টুরেন্ট ও পরিচ্ছন্ন রিসোর্ট হিসেবে সারাহ রিসোর্ট সবার কাছে জনপ্রিয়। প্রকৃতিবান্ধব ও আধুনিক স্থাপত্যশৈলীর এই রিসোর্টে রয়েছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি ও সুযোগ সুবিধা সম্পন্ন কক্ষ।সারাহ রিসোর্ট রুম ভাড়া ও খরচসকল রুম ভাড়ার সাথে ১০% সার্ভিস চার্জ এবং ১৫% ভ্যাট প্রযোজ্য


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন